Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

৭নং কাঞ্চন নগর ইউনিয়নের ইতিহাস

 

কাঞ্চন নগর ইউনিয়নের নামটা যেমন সুন্দর তেমনি এলাকাটা ও সুন্দর। এই গ্রামের মধ্যে চা-বাগান, রবার বাগান, ফরেস্ট বাগান এবং ফরস্ট অফিস আছে। উচ্চ বিদ্যালয় আছে, মাদ্রাসা আছে, প্রাথমিক বিদ্যালয় আছে। এই গ্রামে খাল আছে। একটি সেবাবাহিনী ক্যাম্প আছে, মসজিদ আছে, সন্দির আছে, আশ্রম কেন্দ্র আছে ও আরো অনেক কিছু আছে। এই গ্রামে ১৯৭১ এ স্বাধীনতা সময় অনেক মুক্তিযোদা শাহাদত বরণ করেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন প্রশাসক কাঞ্চন নগর ইউনিয়ন দুইটি গ্রাম ছিল কাঞ্চনপুর এবং মানিকপুর এই দুইটি গ্রাম নিয়ে গটিত হয় কাঞ্চন নগর ইউনিয়ন গঠন করা হয়। বর্তমানে ১৯টি ছোট বড় গ্রাম মিলিয়েই কাঞ্চন নগর ইউনিয়ন পরিষদ।

কাঞ্চন নগর ইউনিয়নের নাম নিয়ে তিনটি জনশ্রুতি রয়েছে, উত্তর কাঞ্চন নগর গ্রামের এর অধিকাংশ গ্রামেই বৌধদের আধিপত্য ছিল। এই গ্রামে হিন্দু, মুসলিম এবং বৌধ ধর্মের লোক ভাস করে। এই গ্রামের নাম করণ কারা হয়। মধ্য কাঞ্চন নগর গ্রামের মধ্যে একটি হিন্দুদের মন্দির আছে তার নাম কাঞ্চন নাথ মন্দ্রির অনেকে বলে তার নাম অনুসারে এই গ্রামের নাম রাখা হয় কাঞ্চন নগর। আসলে সঠিক তথ্য কেহ বলত পারে না।

তথ্যসূত্র: